আব্দুল গাফ্ফার,গাজীপুর থেকে:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ইছালী এলাকায় লোহার বেরিয়ার দিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি ।
গাড়ী চলাচলে বাধাগ্রস্থসহ জনদুর্ভোগে চরমে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, গাজীপুর-পূবাইল সড়কের ইছালী বাজারসহ ওই বাজারের পশ্চিম পাশে নিচু করে দুইটি লোহার বেরিয়ার দেওয়া হয়েছে।
এতে করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ী চলাচল করতে পারছে না। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের।
এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক গার্মেন্টস মালামাল সরবরাহকারী,কাঁচামালবাহী গাড়ীসহ দেশের উন্নয়নে কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি চলাচল করতো। রাস্তায় প্রতিবন্ধকতার কারণে চরম বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন এলাকার জনসাধারণের ।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্চলিক -২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী বলেন গাড়ি চলাচলের বিঘ্ন হচ্ছে। বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে শুনেছি।
যথাযথব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকাবাসী,গার্মেন্টস মালিক,শ্রমিকসহ গাড়ী চালকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে ।
চালক আমিনুল ইসলাম বলেন,রাস্তা বন্ধ করে দেওয়ায় উচু গাড়ী নিয়ে যেতে পারছি না। এতে করে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে আমাদের অনেক সময় ব্যয় হয়। এমনকি থানা পুলিশের গাড়িও যেতে পারছে না ঐ রাস্তা দিয়ে।
এ ব্যাপারে অভিযুক্ত ৪০নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকির মুঠোফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।